সারজিস আলমের হুঁশিয়ারি, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় নয়

- আপডেট সময় ০৩:৪০:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লিখেছেন, “জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারাই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পর অন্য আলাপের শুরু হতে পারে। তার আগে না। উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও সতর্ক করে লিখেছেন, “সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন, কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।” পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, “কঙ্কালতন্ত্রের পশ্চাৎ অংশের মধ্যবর্তী মাংসল ক্ষেত্র দিয়ে সব ক্ষমতা ভরে দেওয়া হবে।”