লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় ০৪:০৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
জুলাই ও আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তার ঘোষণা অনুযায়ী, কেউ যদি একটি এলএমজির তথ্য দিতে পারেন, তাকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
সোমবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে উপদেষ্টা এ পুরস্কারের ঘোষণা দেন। তিনি জানান, লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হলে সেই ব্যক্তিকে পুরস্কার দেওয়া হবে। চায়না রাইফেল উদ্ধার হলে তথ্যদাতাকে ১ লাখ টাকা, এসএমজি’র জন্য দেড় লাখ, এলএমজি’র জন্য ৫ লাখ, এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা দেওয়া হবে। কেউ যদি একটি গুলি সরবরাহ করে, তাকে ৫০০ টাকা দেওয়া হবে। পিস্তল বা শটগানের তথ্য দিলে ৫০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। এ ক্ষেত্রে তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমানে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। ভর্তি বা বদলি বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো দুর্নীতি হয় এবং কেউ তার তথ্য দিতে পারেন, তাকেও পুরস্কার দেওয়া হবে। যদিও নিয়োগ বাণিজ্যের জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ করা হয়নি, তবে এই প্রক্রিয়া বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এক বছরে কোনো নিয়োগ বাণিজ্যের খবর পাওয়া যায়নি। তিনি সতর্ক করে বলেন, কেউ যদি চাঁদাবাজিতে জড়িত হয় বা কেউ দুর্নীতি করে, তা জানান, তবে ভুল রিপোর্ট করবেন না।
রাস্তা বন্ধ করে গাজীপুরের কমিশনারের যাতায়াত ব্যাহত হওয়া বিষয়ে তিনি বলেন, নিয়ম অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত, যা প্রথম ধাপে দেওয়া হবে। উপদেষ্টা আরও বলেন, মব কমে এসেছে, তবে নির্মূল হয়নি। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা চলবে, বিশেষ করে নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তিনি যোগ করেন, নির্বাচন নির্ভর করছে রাজনৈতিক দল ও জনগণের উপর। জনগণ যে নির্বাচনমুখী হয়েছে, তা প্রমাণিত হয়েছে এই মিটিংয়ে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্নের মাধ্যমে।