বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণ, সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ টুটুল গ্রেপ্তার

- আপডেট সময় ০৪:১৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ২৬১ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি মোস্তাফিজুর রহমান টুটুলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তিনি সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, ধানমন্ডি থানায় দায়ের করা একটি হত্যা মামলায় টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিট।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটুল ঘটনার দিন বৈষম্যবিরোধী আন্দোলনের স্থানে উপস্থিত থাকার পাশাপাশি ছাত্র-জনতার ওপর হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তদন্ত সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান টুটুল সাবেক মেয়র ফজলে নূর তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন। আন্দোলনের দিন তিনি সরাসরি ঘটনাস্থলে থেকে নেতৃত্ব দেন এবং মামলার ভিকটিম আব্দুল্লাহ সিদ্দিক হত্যাকাণ্ডে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে সোপর্দের পর সাত দিনের রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সিআইডি।