ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

    বুয়েটের সকল স্নাতক পরীক্ষা স্থগিত-বিশ্ববিদ্যালয় প্রশাসন

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৪:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
    • / ২৫৬ বার পড়া হয়েছে

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সকল লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত যে সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হলো। পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের আলোচনার পর জানানো হবে।

    বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে তাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। পরে লাঠিপেটার ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়।

    ঘটনার ফলে কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন। এই পরিস্থিতি ও আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

    নিউজটি শেয়ার করুন

    বুয়েটের সকল স্নাতক পরীক্ষা স্থগিত-বিশ্ববিদ্যালয় প্রশাসন

    আপডেট সময় ০৪:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক পর্যায়ের সকল লেভেল ও টার্মের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৭ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. এন এম গোলাম জাকারিয়ার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় আগামী ৩০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত যে সব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো স্থগিত করা হলো। পরীক্ষা সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলের আলোচনার পর জানানো হবে।

    বুয়েটসহ দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে তাদের দাবি পৌঁছে দেওয়ার জন্য অবস্থান নিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। পরে লাঠিপেটার ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়।

    ঘটনার ফলে কয়েকজন শিক্ষার্থী, সাংবাদিক ও পুলিশ সদস্য আহত হন। এই পরিস্থিতি ও আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষাগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।