আরাকান আর্মির হাতে বাংলাদেশি ১১ জেলে ও ২ ট্রলার অপহৃত

- আপডেট সময় ০৯:৩৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন সংলগ্ন বাংলাদেশি জলসীমায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) দুটি মাছধরার ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার সকালে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়ার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, “সেন্টমার্টিনের কাছে মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে দুটি ট্রলারসহ ১১ জেলেকে জোরপূর্বক নিয়ে যায়।
আরও দুটি নৌকা নিখোঁজের খবর রয়েছে, তবে তা নিশ্চিত হওয়া যায়নি। বারবার এমন ঘটনায় জেলেদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।”
শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, “আমার এলাকার বেশ কয়েকটি নৌকাকে আরাকান আর্মি সদস্যরা ধাওয়া করেছিল। অপহৃত ট্রলারগুলোর উৎস শনাক্ত করতে চলছে তদন্ত।”
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। গত কয়েক মাসে এ ধরনের একাধিক ঘটনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।