বৈষম্যবিরোধী আন্দোলনের নেতার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

- আপডেট সময় ০৯:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম-মুখ্য সংগঠক তাকবির আমান (২৪) এর বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটেছে সোমবার (৭ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের কালুহাজী রোড এলাকায়।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বাবা সিদ্ধিরগঞ্জ থানায় ওই ছাত্র নেতাসহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে তাকবির আমান ছাড়াও রয়েছেন তার সহযোগী মিনহাজ (২৫), সৈকত (২৪) এবং তানবির (২৪)।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী মিজমিজি পাইনাদি রেকতম আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তাকবির আমান বিভিন্ন সময়ে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তকে সতর্ক করে এবং তার অভিভাবকদের জানায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে কিশোরীর বাবা-মা বাসায় না থাকার সুযোগে তাকবির তার বাসায় ঢুকে ধর্ষণের চেষ্টা করেন।
নারায়ণগঞ্জ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাহফুজ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে কোনো ব্যক্তির অপরাধের দায় সংগঠন বহন করবে না। যিনি অপরাধ করেছেন, তাকে আইনের আওতায় আনা হোক, এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিষয়টি তদন্ত করছি।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, ‘এটি প্রেম-সংক্রান্ত একটি ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’