গণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব, শামীম পাটোয়ারী

- আপডেট সময় ০১:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৬ বার পড়া হয়েছে
দেশের গণতন্ত্র ও রাজনীতির স্বার্থে জাতীয় পার্টিকে (জাপা) রক্ষা করার দায়িত্ব এখন বিএনপির, এমনটাই মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সম্প্রতি একটি টক শোতে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
শামীম পাটোয়ারী বলেন, “গণঅধিকার পরিষদসহ অনেকেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলছে, তবে বিএনপি এই ফাঁদে পা না দেওয়ায় আমরা তাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে কী করবে জানি না।”
তিনি বলেন, যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং আওয়ামী লীগও নির্বাচনে না আসে, তাহলে ভোটের মাঠে শুধু প্রধান তিনটি দল থাকবে। সেক্ষেত্রে আসনগুলো ভাগ হয়ে যাবে। বাকি দলগুলো তখন বিএনপিকে চাপ দিয়ে আরও বেশি আসন চাইবে, যার ফলে বিএনপি একটি ‘পাপেট’ (রাজনৈতিক পুতুল) হয়ে যাবে। শামীম পাটোয়ারী মনে করেন, এ কারণেই গণতন্ত্রের স্বার্থে এখন জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির জন্য খুবই জরুরি।
রাজনীতিতে ‘কুলিং পিরিয়ড‘ বা স্থিতিশীল সময়ের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এই দায়িত্ব পালন করলে তা দেশ ও বিএনপির সবার জন্য মঙ্গলজনক হবে। তিনি উদাহরণ হিসেবে বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে সব দলকে রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তিনি আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সঙ্গে সঙ্গেই বিএনপির ওপর নির্যাতন শুরু করেনি, বরং তা শুরু হয়েছে আরও পরে। এই ‘কুলিং পিরিয়ড’ বাংলাদেশের জন্য খুবই দরকার।
শামীম পাটোয়ারী বলেন, সেনাপ্রধানের ক্ষমতা দখলের কোনো আগ্রহ নেই। তিনি চাইলে ৫ আগস্টই ক্ষমতা নিতে পারতেন। অর্থনীতিবিদ অমর্ত্য সেনও ৫ আগস্ট ক্ষমতা না নেওয়ার জন্য সেনাপ্রধানের প্রশংসা করেছেন। তিনি বলেন, “দেশ এখন চলছে না, সরকার ভাবলেশহীন ও দায়িত্বহীন।”
তিনি অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যেরও সমালোচনা করেন। তার মতে, একজন উপদেষ্টা হয়ে আসিফ মাহমুদ সরকারের সমালোচনা করে সংবিধানের নিয়ম ভঙ্গ করেছেন। তিনি বলেন, সংবিধানের ৫৫ অনুচ্ছেদের ৩ উপ-অনুচ্ছেদ অনুযায়ী, পুরো মন্ত্রিসভা সংসদের কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে এবং মন্ত্রিসভার কোনো সদস্য একে অপরের সমালোচনা করতে পারে না।
শামীম পাটোয়ারীর এ বক্তব্যে জাতীয় পার্টি ও বিএনপির রাজনৈতিক অবস্থান, সেনাপ্রধানের ভূমিকা এবং সরকারের কার্যক্রমের সমালোচনা স্পষ্টভাবে ফুটে উঠেছে।