জামিনে মুক্তির পর সাবেক এমপি আজিজকে মারধর করে থানায় সোপর্দ

- আপডেট সময় ১০:১০:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে জামিনে মুক্তির পরই কারাগারের সামনে থেকে ধরে নিয়ে মারধর করা হয়েছে।
পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করে ছাত্র-জনতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় তাঁকে হস্তান্তর করা হয়।
জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ডা. আজিজ। তবে কারাগারের বাইরে আসার পরই তাঁকে লক্ষ্য করে একদল লোক হামলা চালায়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল লোক জোরপূর্বক তাঁকে ধরে নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশ জানায়, কোন মামলায় তাঁকে আটক করা হয়েছে বা পুনরায় কারাগারে পাঠানো হবে কি না, সে বিষয়ে রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ডা. আজিজের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক বিরোধীদের সঙ্গে উত্তেজনা ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।