জয়পুরহাটে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

- আপডেট সময় ১১:৩২:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ২৫৫ বার পড়া হয়েছে
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চক্রঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং দুর্ভোগে পড়েন হাজারও যাত্রী।
আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান সোমবার সকালে ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টা ১২ মিনিটে সান্তাহার স্টেশন থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে ভাঙা লাইনের কারণে লাইনচ্যুত হয়। ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে আটকে পড়ে। হঠাৎ এ দুর্ঘটনায় যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় তারা। পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে।
সান্তাহার রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব বলেন, “কুড়িগ্রাম এক্সপ্রেস ২৯৯ নম্বর পিলারের কাছে এসে লাইনচ্যুত হয়। আমরা রেল যোগাযোগ স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।”
এদিকে দুর্ঘটনায় হতাহত না হলেও যাত্রীরা অভিযোগ করেছেন, রেললাইন সংস্কারে গাফিলতি ও অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, ট্রেনটি হঠাৎ থামাতে না পারলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। স্থানীয় বাসিন্দারাও জানান, রাত সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন ট্রেনটি লাইনচ্যুত হয়ে আছে।
সান্তাহার স্টেশনমাস্টার খাতিজা খাতুন বলেন, “আমরা ঘটনাস্থলে এসেছি। পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।” রেলওয়ের কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।