১২:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

শ্যামনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াত কর্মীদের রোষানলে দুই সাংবাদিক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াত কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তপন কুমার বিশ্বাস ও সাহেব আলী নামের দুই সাংবাদিক। সোমবার দুপুর আনুমানিক একটার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর এলাকায় এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে।

জানা যায়, সুন্দরবন থেকে মধু আহরণ সংক্রান্ত বন বিভাগের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে তারা এই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন। তপন কুমার এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাহেব আলী দৈনিক প্রবর্তন পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তপন কুমার অভিযোগ করেন, সম্প্রতি প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন। সোমবার যখন তারা বন বিভাগের অনুষ্ঠানে যোগ দিতে নীলডুমুর রেঞ্জ অফিসে যান, তখন নজরুল ইসলামসহ ১০-১২ জন তাদের ঘিরে ফেলেন এবং অশালীন আচরণ করেন।

তিনি আরও জানান, বুড়িগোয়ালীনির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল জলিল মেম্বর, দিদারুল ও হাফেজ শহিদুল ইসলাম তাদের ধাক্কা দেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ মারধর করতে উদ্যত হন। অন্যান্য সংবাদকর্মী এগিয়ে এলে দিদারুল ও জলিল তাদের সাথেও খারাপ ব্যবহার করেন বলে তপন কুমার উল্লেখ করেন।

তবে অভিযোগের বিষয়ে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, একটি মানহানিকর সংবাদ নিয়ে সমস্যা তৈরি হলেও বিষয়টি তার ঊর্ধ্বতন নেতৃত্ব দেখছেন। সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি পুরনো একটি বিষয় নিয়ে উত্তেজনার চেষ্টা করলে তিনি তাদের শান্ত করেন, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, উপজেলা জামায়াতের আমির এই ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং যদি কোনো নেতাকর্মী সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্যামনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াত কর্মীদের রোষানলে দুই সাংবাদিক

আপডেট সময় ০৫:৩৩:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে জামায়াত কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তপন কুমার বিশ্বাস ও সাহেব আলী নামের দুই সাংবাদিক। সোমবার দুপুর আনুমানিক একটার দিকে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের নীলডুমুর এলাকায় এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে।

জানা যায়, সুন্দরবন থেকে মধু আহরণ সংক্রান্ত বন বিভাগের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেলে তারা এই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হন। তপন কুমার এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং সাহেব আলী দৈনিক প্রবর্তন পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তপন কুমার অভিযোগ করেন, সম্প্রতি প্রচারিত একটি সংবাদকে কেন্দ্র করে বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির নজরুল ইসলাম ক্ষুব্ধ ছিলেন। সোমবার যখন তারা বন বিভাগের অনুষ্ঠানে যোগ দিতে নীলডুমুর রেঞ্জ অফিসে যান, তখন নজরুল ইসলামসহ ১০-১২ জন তাদের ঘিরে ফেলেন এবং অশালীন আচরণ করেন।

তিনি আরও জানান, বুড়িগোয়ালীনির ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা আব্দুল জলিল মেম্বর, দিদারুল ও হাফেজ শহিদুল ইসলাম তাদের ধাক্কা দেন এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ মারধর করতে উদ্যত হন। অন্যান্য সংবাদকর্মী এগিয়ে এলে দিদারুল ও জলিল তাদের সাথেও খারাপ ব্যবহার করেন বলে তপন কুমার উল্লেখ করেন।

তবে অভিযোগের বিষয়ে বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, একটি মানহানিকর সংবাদ নিয়ে সমস্যা তৈরি হলেও বিষয়টি তার ঊর্ধ্বতন নেতৃত্ব দেখছেন। সাংবাদিকদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি পুরনো একটি বিষয় নিয়ে উত্তেজনার চেষ্টা করলে তিনি তাদের শান্ত করেন, ফলে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, উপজেলা জামায়াতের আমির এই ঘটনার তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং যদি কোনো নেতাকর্মী সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে থাকে, তবে তাকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।