ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

    ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে মারা গেলেন সাংবাদিক তরিকুল শিবলী

    নিজস্ব প্রতিবেদক : ঢাকা
    • আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫৪ বার পড়া হয়েছে

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

    চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসু নির্বাচনের বিভিন্ন কার্যক্রম কাভার করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ সম্পন্ন করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

    শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। বর্তমানে তিনি টঙ্গীর বনমালা রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সহকর্মীরা শিবলীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন।

    নিউজটি শেয়ার করুন

    ডাকসু নির্বাচন কাভার করতে গিয়ে মারা গেলেন সাংবাদিক তরিকুল শিবলী

    আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার তরিকুল শিবলী।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় লাইভ কাভারেজ চলাকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর।

    চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে শিবলী ডাকসু নির্বাচনের বিভিন্ন কার্যক্রম কাভার করছিলেন। টিএসসি থেকে কার্জন হলে গিয়ে লাইভ সম্পন্ন করার পর অফিসে ফেরার প্রস্তুতির সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।

    শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুর গ্রামে। বর্তমানে তিনি টঙ্গীর বনমালা রোডে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, সহকর্মীরা শিবলীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ধারণা স্ট্রোক করে তিনি মারা গেছেন।