ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

    ৬ মাস পানিশূন্য হাজারীবাগ, বিল নিচ্ছে ওয়াসা

    Jesmin Sultana Mala
    • আপডেট সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
    • / ২৫১ বার পড়া হয়েছে

    ঢাকার হাজারীবাগের বাড্ডানগর এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে পানিশূন্যতা।

    ওয়াসার লাইনে পানি না থাকলেও, নিয়মিত বিল দিতে হচ্ছে বাসিন্দাদের।

    বাধ্য হয়ে তারা কিনে আনছেন পানি ওয়াসারই ট্যাংকার থেকে,যা মেটাচ্ছে না নিত্যপ্রয়োজন।

    বাসিন্দারা জানাচ্ছেন, রান্না, কাপড় ধোয়া এমনকি গোসল,সবকিছুতেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    কেউ কেউ লাখ টাকা খরচ করে পাইপলাইন সংস্কার করলেও কোনো সুফল পাননি।

    অনেকে এলাকার পানির সংকটে গ্রামে ফিরে গেছেন।

    স্থানীয়রা অভিযোগ করেন, ওয়াসা প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

    এক গৃহিণীর অভিযোগ,পানি নেই, তবুও বিল দিতে হচ্ছে।

    দুইদিন একটু পানি এলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়।

    হাজারীবাগ পানির পাম্প ঘুরে দেখা গেছে,মিনিটে ২ হাজার লিটার পানি তোলার সক্ষমতা এখন নেমে এসেছে ১৩শ লিটারে।

    পাম্পকর্মীরা বলছেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে।ওয়াসার সাইট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, নতুন বোরিংয়ের প্রস্তুতি চলছে।

    তবে কখন সমস্যার স্থায়ী সমাধান হবে।

    সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব মেলেনি।

    এলাকাবাসীর প্রশ্ন?”কবে আসবে পানি?”যার উত্তর এখনো অনিশ্চিত।

    নিউজটি শেয়ার করুন

    ৬ মাস পানিশূন্য হাজারীবাগ, বিল নিচ্ছে ওয়াসা

    আপডেট সময় ০৫:২৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

    ঢাকার হাজারীবাগের বাড্ডানগর এলাকায় দীর্ঘ ছয় মাস ধরে পানিশূন্যতা।

    ওয়াসার লাইনে পানি না থাকলেও, নিয়মিত বিল দিতে হচ্ছে বাসিন্দাদের।

    বাধ্য হয়ে তারা কিনে আনছেন পানি ওয়াসারই ট্যাংকার থেকে,যা মেটাচ্ছে না নিত্যপ্রয়োজন।

    বাসিন্দারা জানাচ্ছেন, রান্না, কাপড় ধোয়া এমনকি গোসল,সবকিছুতেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    কেউ কেউ লাখ টাকা খরচ করে পাইপলাইন সংস্কার করলেও কোনো সুফল পাননি।

    অনেকে এলাকার পানির সংকটে গ্রামে ফিরে গেছেন।

    স্থানীয়রা অভিযোগ করেন, ওয়াসা প্রতিশ্রুতি দিলেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

    এক গৃহিণীর অভিযোগ,পানি নেই, তবুও বিল দিতে হচ্ছে।

    দুইদিন একটু পানি এলেও পরে আবার আগের অবস্থায় ফিরে যায়।

    হাজারীবাগ পানির পাম্প ঘুরে দেখা গেছে,মিনিটে ২ হাজার লিটার পানি তোলার সক্ষমতা এখন নেমে এসেছে ১৩শ লিটারে।

    পাম্পকর্মীরা বলছেন, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সরবরাহ ব্যাহত হচ্ছে।ওয়াসার সাইট ইঞ্জিনিয়ার জানিয়েছেন, নতুন বোরিংয়ের প্রস্তুতি চলছে।

    তবে কখন সমস্যার স্থায়ী সমাধান হবে।

    সে বিষয়ে স্পষ্ট কোনো জবাব মেলেনি।

    এলাকাবাসীর প্রশ্ন?”কবে আসবে পানি?”যার উত্তর এখনো অনিশ্চিত।