সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করলো কোস্টগার্ড

- আপডেট সময় ১২:২৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ কোস্টগার্ড সুন্দরবনে অপহৃত ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিরা খুলনার কয়রার বাসিন্দা। তাদের বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কোস্টগার্ড সদরদপ্তরের (ঢাকা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে সিয়াম-উল-হক জানান, পশ্চিম সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফের বাহিনী ১৬টি নৌকাসহ ৩৩ জন জেলেকে মুক্তিপণের জন্য জিম্মি করে। খবর পেয়ে কোস্টগার্ড গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোংলা ও নলিয়ান কোস্টগার্ড সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায়।
এ সময় ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে বনের গহীনে পালিয়ে যায়। পরে ওই এলাকা থেকে ছয় নারীসহ ৩৩ জেলে ও ১৬টি বোট উদ্ধার করা হয়।
সিয়াম-উল-হক জানান, উদ্ধার হওয়া এসব জেলেরা খুলনার কয়রা এলাকা থেকে বুধবার সকালে মাছ ও কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনের গহীনে গিয়েছিলেন। তখন করিম শরীফ বাহিনী তাদের অপহরণ করে জনপ্রতি ১০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।