০২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

মক্কা মদিনায় সাড়ে ৬ হাজার মানুষের এখনো ঘর-গাড়ির ব্যবস্থা হয়নি

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / ২৭ বার পড়া হয়েছে

এই বছর যারা হজ করতে যাবেন, তাদের মধ্যে ৬ হাজার ৫৯২ জনের মক্কা মদিনায় থাকার জায়গা (বাড়ি ভাড়া) এবং গাড়ির ব্যবস্থা এখনো হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া একটি খবর থেকে এই তথ্য জানা গেছে।

সরকারিভাবে যারা হজে যান তাদের থেকে বেসরকারিভাবে যারা যান তাদের সংখ্যা বেশি। বেসরকারিভাবে যাওয়া হাজিদের মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং গাড়ির ব্যবস্থা করার কাজ কতটা এগিয়েছে, সেই বিষয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, কিছু এজেন্সির তথ্য এখনো ওয়েবসাইটে যুক্ত হয়নি। আর এই এজেন্সিগুলোর অধীনে ৪৫টি ছোট এজেন্সি কাজ করছে। এই এজেন্সিগুলোর মাধ্যমে ৫ হাজার ৮৪২ জন হাজির মক্কা ও মদিনায় এখনো কোনো বাড়ি ভাড়া করা হয়নি। এছাড়াও, ৭৫০ জন হাজির তথ্য এখনো ওই ওয়েবসাইটে ঢোকানো হয়নি।

এর আগে, গত মঙ্গলবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হজ নিয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রায় ১০ হাজার ৪৮৭ জন হাজির বাড়ি ভাড়া এখনো ঠিক না হওয়ায় তাদের হজ যাত্রা নিয়ে চিন্তা আছে। এছাড়াও, ২ হাজার ১৯৩ জন হাজির তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়নি।

চাঁদ দেখা গেলে আগামী ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করতে যাবেন। এর মধ্যে সরকারিভাবে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে যাবেন ৮১ হাজার ৯০০ জন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯শে এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মক্কা মদিনায় সাড়ে ৬ হাজার মানুষের এখনো ঘর-গাড়ির ব্যবস্থা হয়নি

আপডেট সময় ০৪:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

এই বছর যারা হজ করতে যাবেন, তাদের মধ্যে ৬ হাজার ৫৯২ জনের মক্কা মদিনায় থাকার জায়গা (বাড়ি ভাড়া) এবং গাড়ির ব্যবস্থা এখনো হয়নি। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া একটি খবর থেকে এই তথ্য জানা গেছে।

সরকারিভাবে যারা হজে যান তাদের থেকে বেসরকারিভাবে যারা যান তাদের সংখ্যা বেশি। বেসরকারিভাবে যাওয়া হাজিদের মক্কা ও মদিনায় থাকার জায়গা এবং গাড়ির ব্যবস্থা করার কাজ কতটা এগিয়েছে, সেই বিষয়ে একটি খবর প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, কিছু এজেন্সির তথ্য এখনো ওয়েবসাইটে যুক্ত হয়নি। আর এই এজেন্সিগুলোর অধীনে ৪৫টি ছোট এজেন্সি কাজ করছে। এই এজেন্সিগুলোর মাধ্যমে ৫ হাজার ৮৪২ জন হাজির মক্কা ও মদিনায় এখনো কোনো বাড়ি ভাড়া করা হয়নি। এছাড়াও, ৭৫০ জন হাজির তথ্য এখনো ওই ওয়েবসাইটে ঢোকানো হয়নি।

এর আগে, গত মঙ্গলবার ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হজ নিয়ে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন, প্রায় ১০ হাজার ৪৮৭ জন হাজির বাড়ি ভাড়া এখনো ঠিক না হওয়ায় তাদের হজ যাত্রা নিয়ে চিন্তা আছে। এছাড়াও, ২ হাজার ১৯৩ জন হাজির তথ্য ওয়েবসাইটে দেওয়া হয়নি।

চাঁদ দেখা গেলে আগামী ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এই বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজ করতে যাবেন। এর মধ্যে সরকারিভাবে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারিভাবে যাবেন ৮১ হাজার ৯০০ জন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৯শে এপ্রিল থেকে হজের ফ্লাইট শুরু হবে।