কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রস্তুত বাকৃবি

- আপডেট সময় ০২:১৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আগামী শিক্ষাবর্ষে (২০২৪-২৫) দেশের ৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষিগুচ্ছের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩৮৬৩টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২০ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এদের মধ্যে ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র এবং ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী রয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এই তথ্য জানান।
সারাদেশে ৯টি মূল কেন্দ্র এবং ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে বাকৃবি কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে বাকৃবির রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং শিক্ষাবিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান উপস্থিত ছিলেন।
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক জানান, এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া উভয় ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ এবং মোট ন্যূনতম জিপিএ ৮ দশমিক ৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। প্রতিটি আসনের জন্য প্রায় ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি আরও জানান, গত ১৬ মার্চ আবেদনের শেষ সময়সীমা পার হওয়ার পর ৮৮ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র ডাউনলোড করেছেন। পরীক্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
অধ্যাপক ড. মো. শহীদুল হক ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ১৫ এপ্রিল ঘোষণা করেছেন। তবে অনিবার্য কারণে এই তারিখ সর্বোচ্চ ১৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন।