০৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ২৩ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে আবারো দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
এরপর শুক্রবার সকালে আবারো উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ তৎপর রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বাড়িঘর-দোকান ভাঙচুর

আপডেট সময় ০২:২৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে আবারো দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার বিষ্ণুপুর গ্রামে শুক্রবার (১১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য কপিল বিশ্বাসের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
এরপর শুক্রবার সকালে আবারো উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। এতে অন্তত ২০ জন আহত হন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানে ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। তবে পুলিশ তৎপর রয়েছে।