০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ভোটের মাধ্যমে লুটেরা ও মাফিয়া শ্রেণির উত্থান ঘটে – ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / ১৫ বার পড়া হয়েছে

কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি বলেন, যখন কোনো সম্প্রদায় বা এলাকা সম্মিলিতভাবে নিজেদের অধিকারের জন্য দাঁড়ায়, তখনই প্রকৃত গণতন্ত্রের সূচনা হয়। তাঁর মতে, ভোটের মাধ্যমে প্রায়শই লুটেরা ও মাফিয়া শ্রেণির উত্থান ঘটে।

শুক্রবার রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্স’ আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আমরা বুঝতে পারব যে, সম্প্রদায়ই সবচেয়ে শক্তিশালী। সম্প্রদায়ের মধ্যেই আমাদের থাকতে হবে। সম্প্রদায়ের সিদ্ধান্তেই এলাকার উন্নয়ন নির্ধারিত হবে। সম্প্রদায় যেভাবে চাইবে, সেভাবেই সব কাজ সম্পন্ন হবে। সম্প্রদায় খুব ভালো করেই জানে, কোনটা তাদের জন্য ভালো আর কোনটা খারাপ।”

ফরহাদ মজহার আরও বলেন, “ইসলাম, সনাতন, বৌদ্ধ বা অন্য যেকোনো ধর্মের মানুষই আমাদের সমাজের অংশ। এই সত্যটি মাজার প্রতিদিন প্রচার করে। মাজারে যে গান ও সংস্কৃতির চর্চা হয়, তার মূল ভাষাই হলো মানুষ। মানুষের চেয়ে বড় সত্য আর কিছু নেই। মাজার এই কাজটাই করে। এই শক্তি যদি আমরা ধরে রাখতে পারি, তবেই বাংলাদেশ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।”

শক্তিশালী বাংলাদেশ গড়তে জনগণের অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, “জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো রাষ্ট্র গঠন করা যায় না। আমাদের উপদেষ্টা ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা) এটা খুব ভালো করে বোঝেন যে, জনগণকে ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

ফরহাদ মজহার বলেন, “মাজার আমাদের স্মৃতিকে মূল্য দিতে শেখায়। যখন আমরা স্মৃতির টানে একত্রিত হই, তখন আমরা বুঝতে পারি, মানুষ হয়তো নেই, কিন্তু তার কাজ ও কর্ম রয়ে গেছে। মানুষ নশ্বর, মৃত্যু অনিবার্য। কিন্তু একজন মানুষ তার কাজের মাধ্যমে বেঁচে থাকে। মাজার আমাদের শেখায়, জীবন ক্ষণস্থায়ী, কর্মই আসল।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটের মাধ্যমে লুটেরা ও মাফিয়া শ্রেণির উত্থান ঘটে – ফরহাদ মজহার

আপডেট সময় ১০:৫৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

কবি ও চিন্তাবিদ ফরহাদ মজহার মনে করেন, শুধুমাত্র ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি বলেন, যখন কোনো সম্প্রদায় বা এলাকা সম্মিলিতভাবে নিজেদের অধিকারের জন্য দাঁড়ায়, তখনই প্রকৃত গণতন্ত্রের সূচনা হয়। তাঁর মতে, ভোটের মাধ্যমে প্রায়শই লুটেরা ও মাফিয়া শ্রেণির উত্থান ঘটে।

শুক্রবার রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্স’ আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে, যখন আমরা বুঝতে পারব যে, সম্প্রদায়ই সবচেয়ে শক্তিশালী। সম্প্রদায়ের মধ্যেই আমাদের থাকতে হবে। সম্প্রদায়ের সিদ্ধান্তেই এলাকার উন্নয়ন নির্ধারিত হবে। সম্প্রদায় যেভাবে চাইবে, সেভাবেই সব কাজ সম্পন্ন হবে। সম্প্রদায় খুব ভালো করেই জানে, কোনটা তাদের জন্য ভালো আর কোনটা খারাপ।”

ফরহাদ মজহার আরও বলেন, “ইসলাম, সনাতন, বৌদ্ধ বা অন্য যেকোনো ধর্মের মানুষই আমাদের সমাজের অংশ। এই সত্যটি মাজার প্রতিদিন প্রচার করে। মাজারে যে গান ও সংস্কৃতির চর্চা হয়, তার মূল ভাষাই হলো মানুষ। মানুষের চেয়ে বড় সত্য আর কিছু নেই। মাজার এই কাজটাই করে। এই শক্তি যদি আমরা ধরে রাখতে পারি, তবেই বাংলাদেশ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।”

শক্তিশালী বাংলাদেশ গড়তে জনগণের অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে এই রাষ্ট্রচিন্তক বলেন, “জনগণকে বাদ দিয়ে উপর থেকে চাপিয়ে দেওয়া কোনো রাষ্ট্র গঠন করা যায় না। আমাদের উপদেষ্টা ফারুকী (সংস্কৃতি উপদেষ্টা) এটা খুব ভালো করে বোঝেন যে, জনগণকে ছাড়া রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

ফরহাদ মজহার বলেন, “মাজার আমাদের স্মৃতিকে মূল্য দিতে শেখায়। যখন আমরা স্মৃতির টানে একত্রিত হই, তখন আমরা বুঝতে পারি, মানুষ হয়তো নেই, কিন্তু তার কাজ ও কর্ম রয়ে গেছে। মানুষ নশ্বর, মৃত্যু অনিবার্য। কিন্তু একজন মানুষ তার কাজের মাধ্যমে বেঁচে থাকে। মাজার আমাদের শেখায়, জীবন ক্ষণস্থায়ী, কর্মই আসল।”