লখনৌর বিরুদ্ধে ১৮০ রানে থামলো গুজরাট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০৭:৩৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ২৭১ বার পড়া হয়েছে
ওপেনিংয়ে উড়ন্ত সূচনা করলেন শাই সুদর্শন আর শুভমান গিল। তবে সংগ্রহটা যতো বড় হওয়ার কথা, ততো হলো না গুজরাট টাইটান্সের। গুজরাটের ইনিংস ছয় উইকেটে ১৮০ রানেই থেমেছে । অর্থাৎ জিততে হলে লখনৌ সুপার জায়ান্টসকে করতে হবে ১৮১।
টস হেরে ব্যাট করতে নেমে গুজরাটের দুই অপেনার সুদর্শন আর গিল ১২ ওভারেই ১২০ রান তুলে ফেলে। তবে শেষ ৮ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা তুলতে পেরেছে মাত্র ৬০ রান।
গিল ৩৮ বলে ৬০ আর সুদর্শন ৩৭ বলে করেন ৫৭ রান। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি। জস বাটলার ১৪ বলে ১৬, ওয়াশিংন সুন্দর ৩ বলে ২, শেরফান রাাদরফোর্ড ১৯ বলে ২২, রাহুল তেয়াতিয়া ১ বলে করেন ০। ১৯ বলে ২২ রানে অপরাজিত থাকেন শাহরুখ খান। লখনৌর হয়ে দুটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর আর রবি বিষ্ণুই।
ট্যাগস :