ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

জেলা পর্যায়ের খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে বললেন অঞ্জন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • / ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া–সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ দেওয়া হয়েছে।

গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ঋতুপর্ণা চাকমা ও গত অলিম্পিকে সরাসরি খেলা আর্চার সাগর ইসলামকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিএসপিএর এই পুরস্কার অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও আয়োজন সহযোগী ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

নিজের বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিএসপিএর এই পুরস্কার ভবিষ্যতে ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। আপনারা সবাই জানেন, ক্রীড়া খাতে আমূল পরিবর্তন আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে। আমরা ক্রীড়া খাতকে পুনর্গঠন ও সংস্কারের কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ক্রীড়া বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে আমরা সরকারকে ক্রীড়া খাতে আরও প্রণোদনা দেওয়ার অনুরোধ করেছি।

স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, আমি খুবই খুশি যে আমরা ১২ বছর ধরে বিএসপিএর সঙ্গে আছি। তারা যতোদিন আমাদের পাশে চাইবে, ততোদিন আমরা তাদের সঙ্গে থাকব। আমাদের উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, আমি তার প্রতি অনুরোধ জানাতে চাই—তিনি যেন জেলা পর্যায়ে খেলাধুলার দিকে মনোযোগ দেন। আমি আশা করি, সবাই ভালো থাকবেন এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জেলা পর্যায়ের খেলোয়াড়দের দিকে মনোযোগ দিতে বললেন অঞ্জন চৌধুরী

আপডেট সময় ০৭:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ১৯৬৪ সাল থেকে সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া–সংশ্লিষ্টদের স্বীকৃতি জানিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ দেওয়া হয়েছে।

গত বছর সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া ঋতুপর্ণা চাকমা ও গত অলিম্পিকে সরাসরি খেলা আর্চার সাগর ইসলামকে হারিয়ে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। বিএসপিএর এই পুরস্কার অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও আয়োজন সহযোগী ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড।

নিজের বক্তব্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বিএসপিএর এই পুরস্কার ভবিষ্যতে ক্রীড়াবিদদের বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা জোগাবে। আপনারা সবাই জানেন, ক্রীড়া খাতে আমূল পরিবর্তন আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করছে। আমরা ক্রীড়া খাতকে পুনর্গঠন ও সংস্কারের কাজ করছি। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ক্রীড়া বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় রেখে আমরা সরকারকে ক্রীড়া খাতে আরও প্রণোদনা দেওয়ার অনুরোধ করেছি।

স্কয়ার টয়লেট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, আমি খুবই খুশি যে আমরা ১২ বছর ধরে বিএসপিএর সঙ্গে আছি। তারা যতোদিন আমাদের পাশে চাইবে, ততোদিন আমরা তাদের সঙ্গে থাকব। আমাদের উপদেষ্টা এখানে উপস্থিত আছেন, আমি তার প্রতি অনুরোধ জানাতে চাই—তিনি যেন জেলা পর্যায়ে খেলাধুলার দিকে মনোযোগ দেন। আমি আশা করি, সবাই ভালো থাকবেন এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকবেন।