ডিসি হিলে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুর, আটক ৬

- আপডেট সময় ১১:২৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রাম নগরের ডিসি হিলে পহেলা বৈশাখের অনুষ্ঠানের প্রস্তুতিকৃত মঞ্চ, প্যান্ডেল, চেয়ার ও ব্যানার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একদল যুবক এসব সরঞ্জাম নষ্ট করে দেয় বলে আয়োজকরা জানান।
এ ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা আগামীকালের পহেলা বৈশাখের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, “ভাঙচুরের ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।”
ডিসি হিলে নববর্ষ উদযাপন পরিষদের সংগঠক প্রণব চৌধুরী বলেন, “পহেলা বৈশাখের আয়োজনে মঞ্চ ও প্যান্ডেল তৈরি করা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় কিছু যুবক এসে সবকিছু ভেঙে দেয়। এটি সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় আঘাত। আমরা এর প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করছি।”
সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সমন্বয়কারী সুচরিত দাশ খোকন বলেন, “৪০-৫০ জন যুবক মঞ্চে হামলা চালায়। আমাদের সব প্রস্তুতি নষ্ট হয়ে গেছে। তাই আমরা অনুষ্ঠান বাতিল করেছি।”
কোতোয়ালি থানার ওসি মো. আবদুল করিম বলেন, “ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে।”
চারণ সাংস্কৃতিক কেন্দ্র চট্টগ্রাম জেলা শাখা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “এটি বাঙালি সংস্কৃতির উপর হামলা। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।”