ক্রসবারে ধাক্কা খেয়েও গোল পেলেন না মেসি, ড্র করল মায়ামি

- আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
মেজর লিগ সকারে (এমএলএস) টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল লিওনেল মেসির ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করে ফিরল মেসির দল। ম্যাচে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত নিষ্ফলা চেষ্টায় হতাশ হতে হলো আর্জেন্টিনার তারকাকে।
শিকাগোর সোলজার ফিল্ডে রেকর্ড ৬২,৩৫৮ দর্শকের সামনে ম্যাচের শুরুতেই গোলের সুযোগ হাতছাড়া করেন মেসি। তৃতীয় মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর শট শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডির আঙুলে লেগে বাইরে যায়। এরপর মেসি ও মায়ামির আক্রমণ বারবার ঠেকে যায় শিকাগোর ডিফেন্স ও গোলবারে।
ম্যাচের ৬৩তম মিনিটে ফ্রি-কিক থেকে জোড়ালো শট নেন মেসি, কিন্তু বল গোলরক্ষককে ফাঁক করে ক্রসবারে ধাক্কা খেয়ে ফিরে আসে। ৮৫তম মিনিটে আরেকটি ফ্রি-কিক থেকে দূরবর্তী কোণ থেকে শট নিলেও এবারও ক্রসবারই হয়ে ওঠে মেসির প্রতিপক্ষ। শেষ পর্যন্ত গোল না পেয়েই মাঠ ছাড়তে হয় মেসি ও তাঁর দলকে।
এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মায়ামি। শীর্ষে থাকা কলম্বাস ক্রু (১৮ পয়েন্ট) এর বিপক্ষে ১৯ এপ্রিল তাদের পরবর্তী ম্যাচ।