নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে সংক্রান উৎসব

- আপডেট সময় ০১:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
নতুন বছরকে বরণ করে নিতে থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী সংক্রান উৎসব। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল জলকেলি। গত রবিবার (১৩ এপ্রিল) দেশটির রাজধানী ব্যাংককের খাওসান সড়কে এই ঐতিহ্যপূর্ণ উৎসব পালিত হয়। উৎসবে স্থানীয়দের পাশাপাশি বহু পর্যটকও আনন্দ উল্লাসে যোগ দিয়েছিলেন।
বর্তমানে থাইল্যান্ড তীব্র তাপপ্রবাহের মধ্য দিয়ে গেলেও, এপ্রিল মাসের এই অসহ্য গরম উৎসবের আনন্দকে এতটুকুও ম্লান করতে পারেনি। শত শত মানুষ চোখে মোটা সানগ্লাস ও হাতে গ্লাভস পরে উৎসবের জন্য প্রস্তুত হয়ে রাস্তায় নেমে আসেন।
বিভিন্ন বয়সের নারী-পুরুষ হাসি-আনন্দে একে অপরের দিকে ওয়াটার গান থেকে জল ছুড়ে মারেন। চারপাশে বেজে ওঠে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। এই সময় বড়দের সাথে ছোটরাও জলকেলিতে অংশ নেয়।
থাইল্যান্ডের এই ঐতিহ্যবাহী জলকেলি দেশটির সবচেয়ে বড় উৎসব হিসেবে বিবেচিত হয়। স্থানীয়রা এই উৎসবকে পরিশুদ্ধি ও নতুনত্বের প্রতীক হিসেবে বিশ্বাস করেন।