০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুমিতে ৩২ নিহত, আহত ৮৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

ইউক্রেনের সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘পাম সানডে’র প্রাক্কালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সুমি শহরের কেন্দ্রস্থলে এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা করে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণ ও ধর্মীয় উৎসবের সময়কে লক্ষ্যবস্তু করেছে। এমন নৃশংসতা শুধুমাত্র জঘন্য অপরাধীরাই করতে পারে।”

এ ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে সুমি অঞ্চলে রাশিয়ার হামলা ক্রমাগত বাড়ছে।

ইউক্রেনীয় সূত্রে জানা গেছে, হামলার সময় স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন— কেউ বাড়িতে, কেউ স্কুলে, আবার কেউবা রাস্তায় চলাচল করছিলেন। পাম সানডে উপলক্ষে গির্জায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। এই হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করছে ইউক্রেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সুমিতে ৩২ নিহত, আহত ৮৩

আপডেট সময় ০১:০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

ইউক্রেনের সীমান্তবর্তী শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৩২ জন নিহত ও ৮৩ জন আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) খ্রিস্টান ধর্মীয় উৎসব ‘পাম সানডে’র প্রাক্কালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

সুমি শহরের কেন্দ্রস্থলে এ হামলায় নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছেন। স্থানীয় জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জন শিশু রয়েছে। হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা করে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে কঠোর প্রতিক্রিয়া দাবি করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “শত্রুপক্ষ ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণ ও ধর্মীয় উৎসবের সময়কে লক্ষ্যবস্তু করেছে। এমন নৃশংসতা শুধুমাত্র জঘন্য অপরাধীরাই করতে পারে।”

এ ঘটনাটি ঘটেছে এমন এক সময়ে, যখন যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। গত কয়েক সপ্তাহ ধরে সুমি অঞ্চলে রাশিয়ার হামলা ক্রমাগত বাড়ছে।

ইউক্রেনীয় সূত্রে জানা গেছে, হামলার সময় স্থানীয় বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছিলেন— কেউ বাড়িতে, কেউ স্কুলে, আবার কেউবা রাস্তায় চলাচল করছিলেন। পাম সানডে উপলক্ষে গির্জায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অনেকেই। এই হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করছে ইউক্রেন।