০১:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
এবার চীনের প্রতি যে অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ১২:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১২ বার পড়া হয়েছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কাছে অস্ত্র ও গানপাউডার সরবরাহ করছে চীন। এই প্রথম প্রকাশ্যে বেইজিংয়ের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, চীন রাশিয়ান ভূখণ্ডে অস্ত্র তৈরি করছে। এ বিষয়ে তার সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আগামী সপ্তাহে দিতে সক্ষম হবেন তিনি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন। দেশটির সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ইউক্রেন যুদ্ধের ফলে আরও জোরালো হয়েছে।
যদিও চীন এ যুদ্ধে জড়িত থাকার কথা অস্বীকার করছে এবং নিরপেক্ষতার একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছে।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও বলেন, আমাদের কাছে তথ্য আছে রাশিয়ান ফেডারেশনে অস্ত্র সরবরাহ করছে চীন।
সূত্র: রয়টার্স
ট্যাগস :