জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি কোনো টেলিভিশন মাধ্যম

- আপডেট সময় ০২:৪৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
প্রচারমাধ্যমগুলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য হতাশাজনক এক সিদ্ধান্ত নিয়েছে । কোনো টেলিভিশন মাধ্যম আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ে সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি। তারা লোকসানের শঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছেন।
তবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আগ্রহী দর্শকদের কথা চিন্তা করে আসন্ন দুই টেস্টের সিরিজটি সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ফিড ব্যবহার করে এই সম্প্রচার করা হবে। শুক্রবার (১৮ এপ্রিল) বিটিভি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।
গত ১৯ মার্চ বিসিবি একটি খোলা দরপত্র আহ্বান করেছিল। যেখানে মিডিয়া রাইটস পার্টনার পেতে আগ্রহী পক্ষগুলোকে আর্থিক প্রস্তাবসহ আগ্রহপত্র (ইওআই) জমা দিতে বলা হয়। কিন্তু ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমা শেষ হলেও কোনো প্রতিষ্ঠান তাতে সাড়া দেয়নি।
সম্প্রচারস্বত্ব কেনার জন্য কেউ এগিয়ে না আসায় বিসিবি বাধ্য হয়ে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভির দ্বারস্থ হয়। যাতে দেশের ক্রিকেটপ্রেমীরা ঘরে বসে ম্যাচ উপভোগ করতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ঘরোয়া সিরিজগুলো টি স্পোর্টস এবং জি টিভি-তে সম্প্রচারিত হয়ে আসছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে। তবে এবার সেটি হচ্ছে না।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে আগামী রবিবার শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় টেস্ট শুরু হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।