মালয়েশিয়ায় অভিযান: অবৈধ অভিবাসী হিসেবে ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন আটক

- আপডেট সময় ০৩:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষের (JIM) একটি বড় অভিযানে বাংলাদেশি ও অন্যান্য দেশের ৫০৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের মেদান ইম্বির একটি বাণিজ্যিক এলাকায় এ অভিযান চালানো হয়।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেট টাইমস জানায়, আটককৃতদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি এবং ১২৪ জন নেপালি নাগরিক রয়েছেন। এছাড়া ৫৮ জন নারীকে আটক করা হলেও তাদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো জাকারিয়া বিন শাবান বলেন, অভিযানে মোট ৮৯৫ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০৬ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে।
তিনি আরও জানান, অভিযানের সময় কিছু বিদেশি নাগরিক ঘর, টয়লেট ও স্টোররুমে লুকিয়ে থাকার চেষ্টা করেছিলেন। পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, ওভারস্টে করা এবং জাল ডকুমেন্ট বহনের অভিযোগে তাদের আটক করা হয়েছে।
১৮৫ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ বাহিনী এই অভিযান পরিচালনা করে। মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসন রোধে সাম্প্রতিক সময়ে কঠোর অবস্থান নিয়েছে।