০১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
বিয়ে করতে এসে হবু শাশুড়িকে দেখে পালালেন বর !

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
ভারতের উত্তরপ্রদেশের মিরাটে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। বিয়ের আসরে কনে বদলে তার মায়ের বধূবেশে বসার বিষয়টি টের পেয়ে বর মণ্ডপ ছেড়ে পালিয়ে যান।
জানা যায়, ২২ বছর বয়সী মোহাম্মদ আজিমের সঙ্গে ২১ বছর বয়সী মানতাশার বিয়ে হওয়ার কথা ছিল। গত ৩১ মার্চ আজিমের ভাই নাদিম কনের বাড়িতে প্রস্তাব নিয়ে যান এবং সবকিছু ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়।
তবে, বিয়ের দিন বর আজিম কনের নাম শুনে সন্দেহ পোষণ করেন। এরপর ঘোমটা সরিয়ে তিনি দেখেন, কনের সাজে মানতাশা নন, বরং তার মা বসে আছেন! সঙ্গে সঙ্গেই তিনি বিয়ে করতে অস্বীকার করেন এবং আসর ত্যাগ করেন। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদও হয়।
ঘটনার প্রায় এক সপ্তাহ পর আজিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন যে তার সাথে প্রতারণা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন।
ট্যাগস :