মিথ্যা: পাপের পথে যাওয়ার এক পন্থা

- আপডেট সময় ০৪:৪৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ইসলামের দৃষ্টিতে মিথ্যা বলা একটি ভয়ানক অপরাধ এবং এটি অত্যন্ত ঘৃণিত। মহান আল্লাহ তাঁর বান্দাদের মিথ্যা পরিহার করার কঠোর নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, ‘এবং (তোমরা) মিথ্যা কথা পরিহার করো।’ (সুরা : হজ, আয়াত : ৩০)
নবীজি (সা.) তাঁর উম্মতদের মিথ্যার ব্যাপারে সতর্ক করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে, ‘‘সাবধান! তোমরা মিথ্যাচারিতা থেকে দূরে থেকো। কেননা মিথ্যাচারিতা দ্বারা সফলতা অর্জন করা যায় না, এবং এটি কেবল অপলাপের সৃষ্টি করে।’ (ইবনে মাজাহ, হাদিস : ৪৬)
মিথ্যা এমন একটি অভ্যাস যা কখনোই কল্যাণের দিকে নিয়ে যায় না। বরং এটি মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় এবং দুটো জগত—দুনিয়া ও আখিরাত—দুটোই ধ্বংস করে দেয়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত আছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘‘তোমরা অবশ্যই সত্যের পথ অবলম্বন করবে। কেননা সত্যই মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়, আর কল্যাণ জান্নাতের দিকে নিয়ে যায়।’’
আরেকটি হাদিসে বলা হয়েছে, ‘‘তোমরা মিথ্যাকে পরিহার করবে, কেননা মিথ্যা পাপের দিকে নিয়ে যায় এবং পাপ জাহান্নামের দিকে পৌঁছে দেয়।’’ (তিরমিজি, হাদিস : ১৯৭১)
এইভাবে, মিথ্যা কখনোই একটি লাভজনক পথে নিয়ে যায় না; বরং এটি মানুষের আত্মা এবং ঈমানের জন্য বিপদজনক।