০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
নয়াপল্টনে ছাত্রদলের সংবাদ সম্মেলনে নিহত নেতা পারভেজের বিচার দাবি

বৈষম্যবিরোধী আন্দোলনের নামে ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্ব: অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ১০ বার পড়া হয়েছে

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” নামে ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্ব ও রক্ষীবাহিনীসুলভ আচরণের অভিযোগ তুলেছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন, “কতিপয় সন্ত্রাসী ছাত্রলীগের স্টাইলে ক্যাম্পাসে মবিং ও ভীতি প্রদর্শন করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

একই দিনে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়, যাকে শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রাকিব দাবি করেন, “এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রক্টরের মধ্যস্থতার পরও হামলা প্রমাণ করে খুনিদের পৃষ্ঠপোষকতা রয়েছে।”

ঘটনার বিবরণ দিতে গিয়ে রাকিব বলেন, “পারভেজ ক্যাম্পাসে সহপাঠীদের সঙ্গে সিঙাড়া খাওয়ার সময় মেহেরাজ ইসলাম ও তার সঙ্গীরা তাকে উস্কানি দেয়। পরে প্রকাশ্যে তাকে ছুরি মেরে পালিয়ে যায়।”

ছাত্রদল নেতৃত্ব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়, পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রদলের কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রতিবাদ করে।

সংবাদ সম্মেলনে রাকিব সরকারের প্রতি জোর দাবি জানান, “সন্ত্রাসীদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করে ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করুন। পারভেজ হত্যার জড়িত ও তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

ময়মনসিংহের ভালুকায় নিহত নেতাকে দাফন করা হবে বলে জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নয়াপল্টনে ছাত্রদলের সংবাদ সম্মেলনে নিহত নেতা পারভেজের বিচার দাবি

বৈষম্যবিরোধী আন্দোলনের নামে ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্ব: অভিযোগ ছাত্রদলের

আপডেট সময় ০৪:৫০:১০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের” নামে ক্যাম্পাসে সন্ত্রাসী দখলদারিত্ব ও রক্ষীবাহিনীসুলভ আচরণের অভিযোগ তুলেছে ছাত্রদল। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দাবি করেন, “কতিপয় সন্ত্রাসী ছাত্রলীগের স্টাইলে ক্যাম্পাসে মবিং ও ভীতি প্রদর্শন করছে, যা গণতন্ত্রের জন্য হুমকি।”

একই দিনে ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়, যাকে শনিবার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

রাকিব দাবি করেন, “এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রক্টরের মধ্যস্থতার পরও হামলা প্রমাণ করে খুনিদের পৃষ্ঠপোষকতা রয়েছে।”

ঘটনার বিবরণ দিতে গিয়ে রাকিব বলেন, “পারভেজ ক্যাম্পাসে সহপাঠীদের সঙ্গে সিঙাড়া খাওয়ার সময় মেহেরাজ ইসলাম ও তার সঙ্গীরা তাকে উস্কানি দেয়। পরে প্রকাশ্যে তাকে ছুরি মেরে পালিয়ে যায়।”

ছাত্রদল নেতৃত্ব হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানায়, পাশাপাশি ক্যাম্পাসে ছাত্রদলের কর্মকাণ্ডে বাধা দেওয়ার প্রতিবাদ করে।

সংবাদ সম্মেলনে রাকিব সরকারের প্রতি জোর দাবি জানান, “সন্ত্রাসীদের রাজনৈতিক প্রশ্রয় বন্ধ করে ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করুন। পারভেজ হত্যার জড়িত ও তাদের মদদদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”

ময়মনসিংহের ভালুকায় নিহত নেতাকে দাফন করা হবে বলে জানানো হয়।