দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে
যুবরাজ সালমানের আমন্ত্রণে সৌদি যাচ্ছেন মোদি

- আপডেট সময় ০৫:০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফরে যাচ্ছেন আগামী ২২-২৩ এপ্রিল। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে তিনি সৌদি সরকারের সাথে বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর এটি মোদির সৌদি আরবের তৃতীয় সফর। এর আগে ২০১৬ এবং ২০১৯ সালে তিনি সৌদিতে গিয়েছিলেন।
ভারত ও সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত গভীর এবং বহুমুখী। দুই দেশের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক এবং কৌশলগত সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মোদির এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করার সুযোগ সৃষ্টি করবে। দুই দেশ রাজনৈতিক, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ক নানা ক্ষেত্রে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এছাড়া, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, মোদির এই সফর আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা এবং সহযোগিতার ভিত্তি তৈরি করবে। ভারতের সঙ্গে সৌদির সম্পর্ক কেবল সরকারী স্তরে সীমাবদ্ধ নয়, বরং জনগণের মধ্যে সম্পর্কও বৃদ্ধি পেয়েছে। সৌদি আরব ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী দেশ, এবং ভারতের বহু নাগরিক সৌদিতে কাজ করে থাকেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভারতের দিল্লিতে জি-২০ সম্মেলনে অংশ নেন। সেসময় তিনি প্রধানমন্ত্রী মোদিকে “বড়ভাই” বলে অভিহিত করেন এবং নিজেকে ছোটভাই হিসেবে পরিচয় দেন। এর মাধ্যমে দুই নেতার মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চিত্র ফুটে ওঠে।
এখন মোদির সৌদি সফর এক নতুন দিক উন্মোচন করবে, যা কেবল রাজনৈতিক সম্পর্কই নয়, বাণিজ্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে।