০৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

মিয়ামি জয় পেলেও গোল পাননি মেসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৫:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মিয়ামির অ্যাওয়ে ম্যাচ। রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচের আগ পর্যন্ত কলম্বাস ক্রুর হোম গ্রাউন্ড ছিল লোয়ার ডটকম ফিল্ড। কিন্তু লিওনেল মেসির উপস্থিতিতে এই ম্যাচকে ঘিরে বিপুল দর্শক সমাগমের প্রত্যাশায় কলম্বাস কর্তৃপক্ষ তাদের হোম ম্যাচটি সরিয়ে নিয়ে যায় হান্টিংটন ব্যাংক ফিল্ডে।

এই ভেন্যুটি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের হোম গ্রাউন্ড। যা কলম্বাসের নিয়মিত মাঠ থেকে প্রায় ১৪৫ মাইল দূরে অবস্থিত।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, মাঠে উপস্থিত হতে শুরু করেন দর্শকরা। বেশ আনন্দ-উদ্দীপনা নিয়ে ম্যাচ উপভোগ করেন তারা। কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি, মিয়ামির সেই আর্জেন্টাইন জাদুকর মেসি গোলের দেখাই পাননি আজ। বেঞ্জামিন ক্রেমাসচির চমৎকার এক ডাইভিং হেড দিয়ে মিয়ামিকে জয় উপহার দেন। ফ্লোরিডাভিত্তিক ক্লাব মিয়ামি জেতে ১-০ গোলে।

গোল করতে না পারলেও এমএলএসে দর্শক উপস্থিতির রেকর্ড ভাঙার ক্ষেত্রে অবদান রেখেছেন মেসি। হান্টিংটন ব্যাংক ফিল্ড আজ রবিবার এনএফএল খেলার বাইরে কোনো খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছে। এদিন মাঠে মোট ৬০ হাজার ৬১৪ জন দর্শক উপস্থিত ছিলেন। যা কলম্বাস ক্লাবের ইতিহাসে এমএলএস হোম ম্যাচেও সর্বোচ্চ দর্শক উপস্থিতির সংখ্যা।

পুরো ৯০ মিনিট জুড়ে ভাগ্যের পেন্ডিলাম দুই দলের দিকেই দুলছিল। তবে ৩০ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির গোলই মিয়ামি জন্য যথেষ্ঠ হয়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

একাধিকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। কিন্তু তার শট একবার পোস্টের ওপর দিয়ে চলে যায়, আবার কখনও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ৩৭ বছর বয়সী তারকার পক্ষে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাওয়াই কঠিন হয়ে পড়ে।

রবিবার গোল না পেলেও মেসি এখনও সব প্রতিযোগিতায় মিয়ামির সর্বোচ্চ গোলদাতা, যার ঝুলিতে আছে আটটি গোল। চার গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজ।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মিয়ামি জয় পেলেও গোল পাননি মেসি

আপডেট সময় ০৫:০৭:২০ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিপক্ষে ইন্টার মিয়ামির অ্যাওয়ে ম্যাচ। রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত হওয়া ম্যাচের আগ পর্যন্ত কলম্বাস ক্রুর হোম গ্রাউন্ড ছিল লোয়ার ডটকম ফিল্ড। কিন্তু লিওনেল মেসির উপস্থিতিতে এই ম্যাচকে ঘিরে বিপুল দর্শক সমাগমের প্রত্যাশায় কলম্বাস কর্তৃপক্ষ তাদের হোম ম্যাচটি সরিয়ে নিয়ে যায় হান্টিংটন ব্যাংক ফিল্ডে।

এই ভেন্যুটি ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল ক্লিভল্যান্ড ব্রাউন্সের হোম গ্রাউন্ড। যা কলম্বাসের নিয়মিত মাঠ থেকে প্রায় ১৪৫ মাইল দূরে অবস্থিত।

আয়োজকদের প্রত্যাশা অনুযায়ী, মাঠে উপস্থিত হতে শুরু করেন দর্শকরা। বেশ আনন্দ-উদ্দীপনা নিয়ে ম্যাচ উপভোগ করেন তারা। কিন্তু যাকে নিয়ে এত মাতামাতি, মিয়ামির সেই আর্জেন্টাইন জাদুকর মেসি গোলের দেখাই পাননি আজ। বেঞ্জামিন ক্রেমাসচির চমৎকার এক ডাইভিং হেড দিয়ে মিয়ামিকে জয় উপহার দেন। ফ্লোরিডাভিত্তিক ক্লাব মিয়ামি জেতে ১-০ গোলে।

গোল করতে না পারলেও এমএলএসে দর্শক উপস্থিতির রেকর্ড ভাঙার ক্ষেত্রে অবদান রেখেছেন মেসি। হান্টিংটন ব্যাংক ফিল্ড আজ রবিবার এনএফএল খেলার বাইরে কোনো খেলায় সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড গড়েছে। এদিন মাঠে মোট ৬০ হাজার ৬১৪ জন দর্শক উপস্থিত ছিলেন। যা কলম্বাস ক্লাবের ইতিহাসে এমএলএস হোম ম্যাচেও সর্বোচ্চ দর্শক উপস্থিতির সংখ্যা।

পুরো ৯০ মিনিট জুড়ে ভাগ্যের পেন্ডিলাম দুই দলের দিকেই দুলছিল। তবে ৩০ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির গোলই মিয়ামি জন্য যথেষ্ঠ হয়। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন মেসিরা।

একাধিকবার গোলের কাছাকাছি গিয়েছিলেন মেসি। কিন্তু তার শট একবার পোস্টের ওপর দিয়ে চলে যায়, আবার কখনও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ৩৭ বছর বয়সী তারকার পক্ষে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাওয়াই কঠিন হয়ে পড়ে।

রবিবার গোল না পেলেও মেসি এখনও সব প্রতিযোগিতায় মিয়ামির সর্বোচ্চ গোলদাতা, যার ঝুলিতে আছে আটটি গোল। চার গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন লুইস সুয়ারেজ।