প্রধানমন্ত্রীর মেয়াদ সীমায় বিএনপির আপত্তি, সংবিধান সংস্কারে শর্তারোপ

- আপডেট সময় ০৭:৫০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
“কোনো ব্যক্তি টানা দুই বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না—সংবিধান সংস্কারের এমন প্রস্তাবের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে বিএনপি। দলটির যুক্তি, টানা দুইবার সীমাবদ্ধতা রাখলেও, বিরতি দিয়ে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সুযোগ থাকা উচিত।
রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় এ মত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘জনগণের ইচ্ছায় কেউ যদি ফের প্রধানমন্ত্রী হতে চান, সেটা অসাংবিধানিক করে দেওয়ার যুক্তি নেই।’
সালাহউদ্দিন আহমদ জানান, “আমরা মনে করি, মৌলিক অধিকারের পরিধি বাড়ানো হলে রাষ্ট্রের আর্থিক চাপ বৃদ্ধি পাবে। তাই রাষ্ট্রের সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ রাখাই যুক্তিসঙ্গত।” তবে “জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করলে প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস পাবে—এটা আমাদের উদ্বেগের বিষয়।”
“সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদ বিএনপির আগের অবস্থানে ফিরে যাওয়ার দাবিও জানানো হয় এ আলোচনায়। তবে নারী প্রতিনিধিত্ব বাড়াতে সংসদে নারী আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার প্রস্তাবে তারা সম্মতি দিয়েছে। শর্ত দিয়ে বলা হয়েছে, বর্তমান পদ্ধতি আগামী সংসদ পর্যন্ত বহাল রাখতে হবে।
“আলোচনায় বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম খান, ইসমাঈল জবিউল্লাহসহ দলটির ঊর্ধ্বতন নেতারা। সংস্কার প্রস্তাবের চূড়ান্ত রূপ দিতে আগামী সপ্তাহে আরও বৈঠকের কথা জানানো হয়েছে।