ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

উত্তরায় নকশা না মানা ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান, ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় নকশা না মেনে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উত্তরার ১০ নম্বর সেক্টর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, একাধিক নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার বাইরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসব ব্যত্যয় পাওয়া ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলে রাজউক, একই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

রাজউকের উপ-পরিচালক লিটন সরকার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “নকশার বাইরে কোনো অংশ নির্মাণ হলে আমরা তা ভেঙে দিচ্ছি। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করলেও সেসব অংশ অপসারণ করা হচ্ছে।”

এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার ছাড়াও দায়িত্বে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার প্রকৌশলী আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ মিয়া এবং ইমারত পরিদর্শক মুরাদ হোসেন। অভিযানটি উত্তরা সংলগ্ন রানাভোলা এলাকার প্রধান সড়কেও পরিচালিত হওয়ার কথা রয়েছে।

এর আগের দিন, রোববার বনশ্রীতে রাজউকের জোন ৬ ও ৮-এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক। সেখানে মোট ১৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে অনুমোদিত নকশা বহির্ভূত কোনো নির্মাণ করবেন না—এই মর্মে অঙ্গীকারনামাও নেওয়া হয়।

রাজউক জানিয়েছে, রাজধানীজুড়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উত্তরায় নকশা না মানা ভবনের বিরুদ্ধে রাজউকের অভিযান, ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় ০৪:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

রাজধানীর উত্তরায় নকশা না মেনে নির্মিত ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোমবার (২১ এপ্রিল) দুপুরে উত্তরার ১০ নম্বর সেক্টর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, একাধিক নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশার বাইরে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। এসব ব্যত্যয় পাওয়া ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলে রাজউক, একই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

রাজউকের উপ-পরিচালক লিটন সরকার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, “নকশার বাইরে কোনো অংশ নির্মাণ হলে আমরা তা ভেঙে দিচ্ছি। রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণ করলেও সেসব অংশ অপসারণ করা হচ্ছে।”

এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার ছাড়াও দায়িত্বে ছিলেন রাজউকের অথরাইজড অফিসার প্রকৌশলী আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার মো. ইলিয়াছ মিয়া এবং ইমারত পরিদর্শক মুরাদ হোসেন। অভিযানটি উত্তরা সংলগ্ন রানাভোলা এলাকার প্রধান সড়কেও পরিচালিত হওয়ার কথা রয়েছে।

এর আগের দিন, রোববার বনশ্রীতে রাজউকের জোন ৬ ও ৮-এর আওতাধীন এলাকায় দুটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে রাজউক। সেখানে মোট ১৬টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভবন মালিকদের কাছ থেকে ভবিষ্যতে অনুমোদিত নকশা বহির্ভূত কোনো নির্মাণ করবেন না—এই মর্মে অঙ্গীকারনামাও নেওয়া হয়।

রাজউক জানিয়েছে, রাজধানীজুড়ে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।