ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / ২৬৫ বার পড়া হয়েছে

গত ৩৩ বছর ৭ মাসে (জানুয়ারি ১৯৯১ – জুলাই ২০২৪) রাষ্ট্রপতির ক্ষমায় কতজনের সাজা মওকুফ, স্থগিত বা হ্রাস করা হয়েছে, তার পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এর আগে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্তদের বিস্তারিত তথ্য প্রকাশের আবেদন করে রিট দায়ের করেন। রিটে তিনি জানতে চান, কেন এই দীর্ঘ সময়ে বিভিন্ন রাষ্ট্রপতির দেওয়া ক্ষমার রেকর্ড জনগণের কাছে গোপন রাখা হচ্ছে।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। এ বিষয়ে ব্যারিস্টার ওমর ফারুক বলেন,”জনস্বার্থে এই তথ্য জানা নাগরিকদের অধিকার। ক্ষমা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তালিকা প্রকাশ জরুরি।”

প্রসঙ্গত, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো অপরাধীর সাজা মওকুফ, স্থগিত বা কমিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে গত তিন দশকে কতজন এই সুবিধা পেয়েছেন, তার সরকারি পরিসংখ্যান কখনই প্রকাশ করা হয়নি।

পরবর্তী শুনানি নির্ধারিত হবে রুলের জবাব পাওয়ার পর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পাওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় ০৪:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

গত ৩৩ বছর ৭ মাসে (জানুয়ারি ১৯৯১ – জুলাই ২০২৪) রাষ্ট্রপতির ক্ষমায় কতজনের সাজা মওকুফ, স্থগিত বা হ্রাস করা হয়েছে, তার পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। সোমবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এর আগে সংবিধানের ৪৯ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতির ক্ষমাপ্রাপ্তদের বিস্তারিত তথ্য প্রকাশের আবেদন করে রিট দায়ের করেন। রিটে তিনি জানতে চান, কেন এই দীর্ঘ সময়ে বিভিন্ন রাষ্ট্রপতির দেওয়া ক্ষমার রেকর্ড জনগণের কাছে গোপন রাখা হচ্ছে।

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন। এ বিষয়ে ব্যারিস্টার ওমর ফারুক বলেন,”জনস্বার্থে এই তথ্য জানা নাগরিকদের অধিকার। ক্ষমা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে তালিকা প্রকাশ জরুরি।”

প্রসঙ্গত, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে যে কোনো অপরাধীর সাজা মওকুফ, স্থগিত বা কমিয়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তবে গত তিন দশকে কতজন এই সুবিধা পেয়েছেন, তার সরকারি পরিসংখ্যান কখনই প্রকাশ করা হয়নি।

পরবর্তী শুনানি নির্ধারিত হবে রুলের জবাব পাওয়ার পর।