ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামী দলগুলো

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ২৭৫ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। এ কমিশন সংস্কার কমিশন দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও আদর্শ পরিপন্থি। সরকারকে বেকায়দায় ফেলতে এ কমিশন কাজ করছে বলে জনশ্রুতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম তথা মানবসভ্যতাবিরোধী প্রস্তাবসহ টোটাল নারী কমিশনকে বাতিল করতে হবে এবং অবিলম্বে নারী কমিশন বাতিল না করলে দেশের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটায় আগামী ২৬ এপ্রিল গণমিছিল সফল করার লক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ মুহাম্মদ আনওয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

নেতৃবৃন্দ আগামী ২৬ এপ্রিল বিকাল তিটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও মাননসভ্যতা বিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে গণমিছিল সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নারী সংস্কার কমিশন বাতিল চায় ইসলামী দলগুলো

আপডেট সময় ০৭:৫১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। এ কমিশন সংস্কার কমিশন দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও আদর্শ পরিপন্থি। সরকারকে বেকায়দায় ফেলতে এ কমিশন কাজ করছে বলে জনশ্রুতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম তথা মানবসভ্যতাবিরোধী প্রস্তাবসহ টোটাল নারী কমিশনকে বাতিল করতে হবে এবং অবিলম্বে নারী কমিশন বাতিল না করলে দেশের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল পাঁচটায় আগামী ২৬ এপ্রিল গণমিছিল সফল করার লক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ মুহাম্মদ আনওয়ার হোসেন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ প্রমুখ।

নেতৃবৃন্দ আগামী ২৬ এপ্রিল বিকাল তিটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও মাননসভ্যতা বিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে গণমিছিল সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।