ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

তিস্তা সেতুর টোল প্লাজায় সশস্ত্র হামলা, ১৪ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ২৮৭ বার পড়া হয়েছে

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সশস্ত্র ডাকাতি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হেলমেট পরা একদল সশস্ত্র লোক টোল প্লাজায় হামলা চালায়।

এ সময় তারা প্লাজা ভাঙচুর করে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় তিনজন কর্মচারী আহত হয়েছেন। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টোল প্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার নাজমুল আলম নাজু জানান, প্রায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আসা ডাকাতরা টাকা লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশের একটি টহল দল কাছেই থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরে এসআই রওশন আলী রক্তের দাগ মুছে ফেলেন।

পুলিশের টহল দলের সদস্য এসআই রওশন আলী বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

টোল প্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকতে পারে। ইতিমধ্যে এ ঘটনায় ডাকাতির মামলা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিস্তা সেতুর টোল প্লাজায় সশস্ত্র হামলা, ১৪ লাখ টাকা লুট

আপডেট সময় ০১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

লালমনিরহাটের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় সশস্ত্র ডাকাতি হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হেলমেট পরা একদল সশস্ত্র লোক টোল প্লাজায় হামলা চালায়।

এ সময় তারা প্লাজা ভাঙচুর করে ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। হামলায় তিনজন কর্মচারী আহত হয়েছেন। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টোল প্লাজার ঠিকাদারি প্রতিষ্ঠানের পার্টনার নাজমুল আলম নাজু জানান, প্রায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে আসা ডাকাতরা টাকা লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশের একটি টহল দল কাছেই থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং পরে এসআই রওশন আলী রক্তের দাগ মুছে ফেলেন।

পুলিশের টহল দলের সদস্য এসআই রওশন আলী বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। লালমনিরহাট সদর থানার ওসি নুরুন্নবী বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। পুলিশের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

টোল প্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতদের সঙ্গে পুলিশের যোগসাজশ থাকতে পারে। ইতিমধ্যে এ ঘটনায় ডাকাতির মামলা করা হয়েছে।