ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানভীর

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০১:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ২৮০ বার পড়া হয়েছে

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবার ডাক পেয়েছেন।

পিএসএল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা। যে কারণে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।

এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী তানভীর। অভিষেক হওয়ার পর দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার তানভীর। ২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তানভীরের।

প্রথম শ্রেণির ক্রিকেটে তানভীরের রেকর্ড বেশ ভালো। ৪১ ম্যাচে আছে ১৩৪ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ছয়বার, একবার ১০ উইকেট।

তানভীরের এক ইনিংসে আট উইকেট নেওয়ার কীর্তিও আছে । ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চারদিনের টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এই কীর্তি গড়েন তানভীর।

ওই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৮ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যেটি এখন পর্যন্ত তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন তানভীর

আপডেট সময় ০১:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে হারের পর বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয় দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম প্রথমবার ডাক পেয়েছেন।

পিএসএল খেলতে পাকিস্তানে যাচ্ছেন নাহিদ রানা। যে কারণে এই পরিবর্তন অবধারিতই ছিল। স্পিন শক্তি বাড়াতে পেসার নাহিদের পরিবর্তে ডাকা হয়েছে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে।

এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী তানভীর। অভিষেক হওয়ার পর দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি খেলেছেন এই স্পিনার তানভীর। ২০১৭ সালে পেশাদার ক্রিকেটে অভিষেক হয় তানভীরের।

প্রথম শ্রেণির ক্রিকেটে তানভীরের রেকর্ড বেশ ভালো। ৪১ ম্যাচে আছে ১৩৪ উইকেট। পাঁচ উইকেট নিয়েছেন ছয়বার, একবার ১০ উইকেট।

তানভীরের এক ইনিংসে আট উইকেট নেওয়ার কীর্তিও আছে । ২০২১ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রামে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে চারদিনের টেস্টে বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে এই কীর্তি গড়েন তানভীর।

ওই ম্যাচে প্রথম ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট তুলে নেয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫১ রানে ৮ উইকেট শিকার করেন বাঁহাতি এই স্পিনার। যেটি এখন পর্যন্ত তার প্রথম শ্রেণির ক্যারিয়ারে সেরা।

চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহঅধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।