নির্বাচন কমিশন ঐক্যমত্য কমিশনের দিকে তাকিয়ে থাকবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০২:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ২৭০ বার পড়া হয়েছে
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ঐক্যমত্য কমিশনের সংস্কারের জন্য অপেক্ষা করবে না। নিজেদের ক্ষমতার মধ্যে থেকে ভোটের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইসি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার হাই-কমিশনার সুসান রাইলির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।
তিনি জানান, অস্ট্রেলিয়া সুষ্ঠু ও সবার অংশগ্রহণে নির্বাচন চায় এবং এজন্য বাংলাদেশকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচন সংক্রান্ত যেকোনো সহযোগিতায় অস্ট্রেলিয়া আগ্রহী।
সিইসি আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়েও আলোচনা হয়েছে। তিনি জানান, রাজনৈতিক বিষয়ে ঐক্যমত্য কমিশন উদ্যোগ নেবে, সেটা নিয়ে ইসি কথা বলতে চায় না। তবে নির্বাচনের আগে যা করা দরকার, নিজেদের ক্ষমতার মধ্যে থেকে সেসব কাজ ইসি করে যাচ্ছে।
ট্যাগস :