ইসরায়েলে ভয়াবহ দাবানল, শহর থেকে সরানো হচ্ছে লোকজন

- আপডেট সময় ০৪:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৬ বার পড়া হয়েছে
মধ্য ইসরায়েলের বিভিন্ন শহরে তীব্র গরম আর বাতাসের কারণে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।
বুধবার থেকে এই আগুনের কারণে বেইত শেমেশ, এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আগুনের কারণে জেরুজালেম যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক ৩৮ বন্ধ করে দিয়েছে পুলিশ।
সংবাদ সংস্থা আনাদোলু জানায়, মোশাভ তারুমের কাছে প্রথমে আগুন লাগে এবং গরম ও বাতাসের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ইসরায়েলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিভাগ জানিয়েছে, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং সারা দেশ থেকে ১০০ জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ের এশতাওল এলাকায় আগুন নেভাতে কাজ করছে।
সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, রেহোভট শহরের কাছে মহাসড়কে ধোঁয়ায় ঢাকা পরিবেশে অনেক মানুষ হেঁটে যাচ্ছেন। চ্যানেল ১২ জানায়, জেরুজালেম পাহাড়ে আগুন নেভানোর সময় তিনজন অগ্নিনির্বাপক আহত হয়েছেন।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এশতাওলের অগ্নিনির্বাপণ কেন্দ্রে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।
পুলিশ কমিশনার ড্যানিয়েল লেভি এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির আমেরিকা থেকে ফোনে এতে যোগ দিয়েছেন।
পুলিশের বিবৃতিতে বলা হয়, রাতে অভিযানের জন্য বাহিনীকে প্রস্তুত রাখতে হবে এবং সড়ক, শহর ও পুলিশের বিমান ইউনিট ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যেতে হবে।