আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না ভারত

- আপডেট সময় ০৩:৪৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ২৯৪ বার পড়া হয়েছে
ভারত ২০০৮ সালের মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে না। তবে আইসিসি টুর্নামেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনার কারণ ছিল। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নিয়েছে।
কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটক হত্যার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক খারাপ হয়েছে। বাণিজ্য, যোগাযোগ, নদীর পানিচুক্তি, এমনকি সিমলা চুক্তিও বাতিল হয়েছে। এর প্রভাব ক্রিকেটেও পড়েছে। বিসিসিআই জানিয়েছে, তারা দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না।
এমনকি এশিয়া কাপেও দুই দলকে আলাদা গ্রুপে রাখার জন্য আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে চিঠি দেওয়ার পরিকল্পনা করছে তারা।
বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা বলেছেন, ভারত সরকারের নির্দেশ মেনে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেবে। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের সঙ্গে খেলার বিষয়টি আইসিসির ওপর নির্ভর করবে। বর্তমানে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, যিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে। তাই বিসিসিআইয়ের এই আবেদন আইসিসি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে।
এছাড়া, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ভারতে সম্প্রচারকারী অ্যাপ ফানকোড সম্প্রচার বন্ধ করেছে, এবং পিএসএলে কর্মরত ভারতীয়দের ফিরিয়ে আনছে পাকিস্তান।