স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল
মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে পৌনে দুই ঘণ্টা পর

- আপডেট সময় ০৮:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ২৭৮ বার পড়া হয়েছে
রাজধানীবাসীর স্বস্তির বাহন মেট্রোরেল চলাচল প্রায় পৌনে ২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। এর আগে বিকেল ৫টা ১০ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৈদ্যুতিক ত্রুটির কারণে বিকেল ৫টা ১০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
বিভিন্ন স্টেশনের কাউন্টারে দেখা যায়, নেটওয়ার্ক সমস্যার কারণে টিকিট কাউন্টার বন্ধ রাখা হয়। স্টেশন থেকে কোনো যাত্রী বের হতে পারছিলেন না।
স্টেশনে থাকা যাত্রীরা জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগে হঠাৎ ট্রেন থেমে যায়। এদিকে আরেকটি ট্রেন আগারগাঁও এসে থেমে যায়।
ডিএমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।