শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউআইইউর ভিসি ও বিভাগীয় প্রধানদের পদত্যাগ

- আপডেট সময় ০২:১৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং সকল বিভাগীয় চেয়ারম্যান তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল শনিবার রাত ৯টার দিকে তাদের অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আন্দোলনরত শিক্ষার্থীদের ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে সকল অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউটের পরিচালকরা সম্মিলিতভাবে তাদের প্রশাসনিক পদ ছেড়ে দিয়েছেন।
পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন – ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক অধ্যাপক এম রিজওয়ান খান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল হুদা, অর্থনীতি বিভাগের প্রধান মো. ওমর ফারুক, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক হাসান সারওয়ার এবং আরও অনেকে।
এর আগে, গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে তারা দাবি আদায়ের জন্য আমরণ অনশনের ঘোষণা দেন।
শিক্ষার্থীদের প্রধান তিনটি দাবি ছিল:
১. শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ, ইউআইইউ রিফর্ম ১.০ ও জুলাই বিপ্লবে বাধা প্রদান, শোকাহত ছাত্রীর কাছে ডেড সার্টিফিকেট চাওয়া, অসুস্থ শিক্ষার্থীকে পরীক্ষায় বসতে না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ে একক সিন্ডিকেট তৈরির অভিযোগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল হুদার পদত্যাগ।
২. মিডটার্ম পরীক্ষার সময় ১৫ মিনিট কমানোর সিদ্ধান্ত বাতিল করে পূর্বের নিয়ম বহাল রাখা।
৩. ইউআইইউ রিফর্ম ১.০-এ গৃহীত সকল দাবি অবিলম্বে বাস্তবায়ন করা, বিশেষত ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি মিডটার্মে কোর্সপ্রতি ২ হাজার টাকা ও ফাইনাল পরীক্ষায় ৩ হাজার টাকা নির্ধারণ করা।