০৯:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০২:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলারের শূন্যরেখার ওপারে শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. জুবায়ের (২৬)। নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাচালানের পটার বা বাহক হিসেবে জোবায়ের দীর্ঘদিন ধরে মিয়ানমারে কাজ করতেন। শনিবার বিকেলেও তাকে অন্য দিনের মতো সীমান্তের দিকে যেতে দেখা গেছে। সীমান্তের ওপারে চোরাই পণ্য আনতে গিয়েছিল সে। এ সময় আগে থেকে মিয়ানমারে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে তার বাম পায়ের গোড়ালিসহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আহতের পরিবার চোরাচালানের কথা অস্বীকার করে বলেন, জুবায়ের মিয়ানমারের শূন্যরেখা এলাকায় শনিবার দুপুরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল। সন্ধ্যায় স্থলমাইন বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে জুবায়েরকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার অত্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লম্বামাঠ এলাকা থেকে জুবায়ের নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট সময় ০২:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের সীমান্তবর্তী চেরারমাঠ সীমান্ত পিলারের শূন্যরেখার ওপারে শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম মো. জুবায়ের (২৬)। নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরারমাঠের লম্বামাঠ এলাকার আবদুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাচালানের পটার বা বাহক হিসেবে জোবায়ের দীর্ঘদিন ধরে মিয়ানমারে কাজ করতেন। শনিবার বিকেলেও তাকে অন্য দিনের মতো সীমান্তের দিকে যেতে দেখা গেছে। সীমান্তের ওপারে চোরাই পণ্য আনতে গিয়েছিল সে। এ সময় আগে থেকে মিয়ানমারে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণের কবলে পড়ে তার বাম পায়ের গোড়ালিসহ পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তবে আহতের পরিবার চোরাচালানের কথা অস্বীকার করে বলেন, জুবায়ের মিয়ানমারের শূন্যরেখা এলাকায় শনিবার দুপুরে লাকড়ি সংগ্রহ করতে গিয়েছিল। সন্ধ্যায় স্থলমাইন বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে জুবায়েরকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুল হক বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার অত্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লম্বামাঠ এলাকা থেকে জুবায়ের নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানা যাবে।