ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট শুরু, গন্তব্য স্পেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৪:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
  • / ২৭৪ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার (২৭ এপ্রিল) প্রথমবারের মতো সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় একটি কার্গো বিমান প্রায় ৬০ টন তৈরি পোশাক (গার্মেন্টস) পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে। এই ফ্লাইটের মাধ্যমে সিলেটের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম কার্গো ফ্লাইট পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক কোম্পানি তাদের পণ্য পাঠাচ্ছে, যা ইতোমধ্যে ট্রাকে করে বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এই ঐতিহাসিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টার শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসার সম্প্রসারণের নতুন সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে শুধু পণ্য রপ্তানি নয়, আমদানিরও সম্ভাবনা তৈরি হবে এবং ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য খাতেরও উন্নতি আশা করছেন ব্যবসায়ীরা।

তবে, তারা পণ্য রপ্তানিতে সিলেটের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের জন্য বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য সংরক্ষণের (ফ্রিজিং) ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর দাবি সিলেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য রপ্তানিতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছিল। তবে, এর আগেই সরকার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো সার্ভিস চালু করার পদক্ষেপ নিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার জন্য ওসমানী বিমানবন্দরে নতুন কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক মানের দ্রুত স্ক্যানিং মেশিনসহ প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে, যা ঢাকা ও সিলেট বিমানবন্দর ছাড়া অন্য কোথাও নেই। জনবল নিয়োগ ও প্রশিক্ষণও শেষ হয়েছে। প্রথম ফ্লাইটে পণ্য লোড করার জন্য ঢাকা থেকে আগত কর্মীদের অনুমতিসহ সংশ্লিষ্ট সকলের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস জানান, সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর বিষয়টি দেড় বছর ধরে পরীক্ষামূলক পর্যায়ে ছিল। সকল প্রস্তুতি শেষে আজ এটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। টার্মিনালে কর্মরত কর্মীরাই কার্গো সার্ভিসের দায়িত্ব পালন করবেন। তবে, পণ্য বিমানে তোলার জন্য ঢাকা থেকে কিছু অতিরিক্ত কর্মী আসবেন। স্থানীয়ভাবে ১৮ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১২০ টন ধারণক্ষমতার কার্গো বিমানের প্রথম ফ্লাইটটি ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। পরবর্তীতে আগামী ১ ও ৪ মে আরও দুটি ফ্লাইট পরিচালিত হতে পারে, তবে তা এখনো নিশ্চিত নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ওসমানী বিমানবন্দর থেকে সরাসরি কার্গো ফ্লাইট শুরু, গন্তব্য স্পেন

আপডেট সময় ০৪:১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ রোববার (২৭ এপ্রিল) প্রথমবারের মতো সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৭টায় একটি কার্গো বিমান প্রায় ৬০ টন তৈরি পোশাক (গার্মেন্টস) পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করবে। এই ফ্লাইটের মাধ্যমে সিলেটের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম কার্গো ফ্লাইট পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উদ্বোধনী ফ্লাইটে ঢাকার তিনটি রপ্তানিকারক কোম্পানি তাদের পণ্য পাঠাচ্ছে, যা ইতোমধ্যে ট্রাকে করে বিমানবন্দরে এসে পৌঁছেছে।

এই ঐতিহাসিক ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টার শেখ বশির উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া এবং মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

সিলেট থেকে সরাসরি কার্গো সার্ভিস চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসার সম্প্রসারণের নতুন সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে শুধু পণ্য রপ্তানি নয়, আমদানিরও সম্ভাবনা তৈরি হবে এবং ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য খাতেরও উন্নতি আশা করছেন ব্যবসায়ীরা।

তবে, তারা পণ্য রপ্তানিতে সিলেটের ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের জন্য বিমানবন্দরে কোয়ারেন্টাইন সার্টিফিকেট, প্যাকেজিং ও পণ্য সংরক্ষণের (ফ্রিজিং) ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।

সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট চালুর দাবি সিলেটের ব্যবসায়ীদের দীর্ঘদিনের। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পণ্য রপ্তানিতে কিছুটা বাধা সৃষ্টি হয়েছিল। তবে, এর আগেই সরকার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কার্গো সার্ভিস চালু করার পদক্ষেপ নিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার জন্য ওসমানী বিমানবন্দরে নতুন কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক মানের দ্রুত স্ক্যানিং মেশিনসহ প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে, যা ঢাকা ও সিলেট বিমানবন্দর ছাড়া অন্য কোথাও নেই। জনবল নিয়োগ ও প্রশিক্ষণও শেষ হয়েছে। প্রথম ফ্লাইটে পণ্য লোড করার জন্য ঢাকা থেকে আগত কর্মীদের অনুমতিসহ সংশ্লিষ্ট সকলের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. ফিরোজ হোসেন বিশ্বাস জানান, সিলেট ওসমানী বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালুর বিষয়টি দেড় বছর ধরে পরীক্ষামূলক পর্যায়ে ছিল। সকল প্রস্তুতি শেষে আজ এটি আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। টার্মিনালে কর্মরত কর্মীরাই কার্গো সার্ভিসের দায়িত্ব পালন করবেন। তবে, পণ্য বিমানে তোলার জন্য ঢাকা থেকে কিছু অতিরিক্ত কর্মী আসবেন। স্থানীয়ভাবে ১৮ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ১২০ টন ধারণক্ষমতার কার্গো বিমানের প্রথম ফ্লাইটটি ৬০ টন গার্মেন্টস পণ্য নিয়ে স্পেনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। পরবর্তীতে আগামী ১ ও ৪ মে আরও দুটি ফ্লাইট পরিচালিত হতে পারে, তবে তা এখনো নিশ্চিত নয়।