তদন্ত শেষে জানা যাবে কারা গুলি চালানোর নির্দেশ দিয়েছিল: আইজিপি

- আপডেট সময় ০৪:০৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হলে জানা যাবে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ কারা দিয়েছিল।
তিনি আরও বলেন, এবার পুলিশ সপ্তাহ অনাড়ম্বরভাবে পালিত হবে এবং ২৯ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত চলবে।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। তিনি জানান, পুলিশ সপ্তাহে অতীতের কাজের মূল্যায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে এবং প্রধান উপদেষ্টা এতে উপস্থিত থাকবেন।
আইজিপি বলেন, পলাতক পুলিশ সদস্যদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে এবং এ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করা হবে না। শুধুমাত্র তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হবে। অর্থ আদায় বা স্বার্থ হাসিলের জন্য মিথ্যে মামলা দায়েরের ঘটনা বন্ধ করা হবে।
তিনি আরও বলেন, পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশের অপারেশনাল কার্যক্রম একটি স্বতন্ত্র কমিশনের অধীনে পরিচালনার প্রস্তাবও তুলে ধরেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় ৫ আগস্টের পর ১৫০০ মামলা দায়ের হয়েছে বলে জানান আইজিপি। এর মধ্যে ৬০০টি হত্যা মামলা। হত্যা মামলার বাইরে দায়েরকৃত মামলার মধ্যে দুটিতে ইতোমধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।