সবার ওপরে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ

- আপডেট সময় ০৪:১৩:৩১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ৪ বার পড়া হয়েছে
মোহাম্মদ সালাহ অ্যানফিল্ডে অন্যরকম এক রাত কাটালেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় শিরোপা জিতলেন তিনি হাজার হাজার ভক্ত-সমর্থকদের নিয়ে। মিশরীয় তারকা ক্লাবের দ্বিতীয় শিরোপা জয়ে গোল করে অবদানও রেখেছেন ।
ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারকে গতকাল রবিবার (২৭ এপ্রিল) ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল । এই ম্যাচে চতুর্থ গোলটি অলরেডদের হয়ে করেন সালাহ। এই গোলের মধ্যে প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন লিভারপুল ফরোয়ার্ড। এর মধ্যে দিয়ে ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন কিংবদন্তি সার্জিও অ্যাগুয়েরোকে পেছনে ফেলেছেন ৩২ বছর বয়সী মিশরীয় তারকা।
রবিবার সালাহর গোলটি ছিল প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১৮৫তম গোল। ইতিহাসগড়া এই গোলের পর সালাহ কপ এন্ডে গিয়ে এক ভক্তের ফোন নিয়ে সেলফি তোলেন। ভক্তদের চিৎকার আর ‘মো সালাহ’ স্লোগানের মাঝে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে স্মরণীয় মুহূর্তটি ধারণ করেন তিনি।
ম্যাচ শেষে সালাহ বলেন, এ প্রিমিয়ার লিগ জেতা সত্যিই বিশেষ কিছু। বিশেষ করে ভক্তদের সামনে। এটা অনেক বেশি আনন্দের পাঁচ বছর আগের চেয়ে। কোনো সন্দেহ নেই। পাঁচ বছর পর আবার এভাবে শিরোপা জয়, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি।
এর আগে গেল মার্চে অ্যাগুয়েরোর রেকর্ড ছুঁয়েছিলেন সালাহ। সাউদ্যাম্পটনের বিপক্ষে জোড়া গোল করে এ রেকর্ড স্পর্শ করেন তিনি। এবার টটেনহ্যামের বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেছেন।
মোহাম্মদ সালাহ ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব এএস রোমা থেকে লিভারপুলে যোগ দেন। এরপর ২৯৭টি প্রিমিয়ার লিগ ম্যাচ খেলেছেন। তার প্রথম দুই গোল অবশ্য এসেছিল চেলসির জার্সিতে ২০১৪ সালে।
টটেনহ্যামের বিপক্ষে গোলটি চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সালাহর ২৮তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩তম গোল।
বর্তমানে প্রিমিয়ার লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পঞ্চম স্থানে আছেন সালাহ। তার সামনে রয়েছেন অ্যান্ডি কোল (১৮৭), ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) এবং অ্যালান শিয়ারার (২৬০)।
মোহাম্মদ সালাহর এই অবিস্মরণীয় অর্জন লিভারপুলের গৌরবময় ইতিহাসে আরেকটি নতুন অধ্যায় যোগ করল।