চুয়াডাঙ্গায় বাড়িতে ঢুকে স্কুল শিক্ষিকাকে মারধর করে সোনার চেইন ছিনতাই

- আপডেট সময় ০৪:৫৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
- / ২৮৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরে বাড়িতে ঢুকে মারধরের পর এক স্কুল শিক্ষিকার সোনার চেইন লুটের ঘটনা ঘটেছে। মোমিনপুরে ওই শিক্ষিকার নিজ বাড়িতে রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষিকার তসলিমা খানম (৫৯)। তিনি নীলমনিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি মোমিনপুর গ্রামের মৃত আশির উদ্দিনের স্ত্রী।
ভুক্তভোগীর ছেলে তাসলিম আলম বলেন, বাড়িতে একা ছিলেন আমার মা। সন্ধ্যার পর দরজা খোলা রেখে স্কুলের কাজ করছিলেন। এ সময় প্রাচীর টপকে মুখে গামছা বাঁধা অবস্থায় একজন ঘরের মধ্যে ঢুকে মাকে জিম্মি করে। এরপর মাকে মারধর করে গলায় থাকা এক ভরি স্বর্ণের চেইন নিয়ে যায়।
পরে মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় পাশের একটি বাগান থেকে একটি গামছা ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। আমরা ধারণা করছি এগুলো ওই ছিনতাইকারীর হবে। রাতেই পুলিশকে জানানো হয়েছে, তারা জব্দ করে নিয়ে গেছে আলামতগুলো।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী বলেন, রাতে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। বাড়িতে তিনি একা থাকতেন। সন্ধ্যার পর বারান্দার গেট খোলা রেখে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত এসে তার গলার স্বর্ণের চেইন নিয়েছে বলে জেনেছি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত কেউ হতে পারে। একটি গামছা ও স্যান্ডেল জব্দ করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।