০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

যারা দেশকে ভালোবাসে তারা পালাতে পারে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৭:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও দেশের জনগণকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পারে না। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার (২৮ এপ্রিল) তিনি এ কথা বলেন।

জামায়াত আমির দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি আমেরিকায় ছিলেন। তাকে বাংলাদেশে আসতে তার কিছু বন্ধু নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, কী হবে বাংলাদেশে গেলে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে ভালোবাসতেন মীর কাসেম আলী। দেশের মানুষকে ভালোবাসতেন। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমার যেসব সহকর্মী রাজনৈতিক মাঠে আছেন তারা যেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মাওলানা আব্দুস সুবহানের মতো সাহসিকতা ও উদারতা অর্জন করতে হবে। আমরা জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যারা দেশকে ভালোবাসে তারা পালাতে পারে না: জামায়াত আমির

আপডেট সময় ০৭:১৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা দেশ ও দেশের জনগণকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পারে না। জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোমবার (২৮ এপ্রিল) তিনি এ কথা বলেন।

জামায়াত আমির দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে বলেন, তিনি আমেরিকায় ছিলেন। তাকে বাংলাদেশে আসতে তার কিছু বন্ধু নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, কী হবে বাংলাদেশে গেলে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।

ডা. শফিকুর রহমান বলেন, দেশকে ভালোবাসতেন মীর কাসেম আলী। দেশের মানুষকে ভালোবাসতেন। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।

মাওলানা সোবহানরা কখনো হারিয়ে যান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, আমার যেসব সহকর্মী রাজনৈতিক মাঠে আছেন তারা যেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের মাওলানা আব্দুস সুবহানের মতো সাহসিকতা ও উদারতা অর্জন করতে হবে। আমরা জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।