০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ৭১ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
  • আপডেট সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৭ বার পড়া হয়েছে

পাকিস্তানের সামরিক বাহিনী গত তিন দিনে আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কমপক্ষে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্তে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ধারাবাহিক অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিবৃতিতে এ ঘটনাকে ‘ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করা হয়।

এদিকে গত সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছিল। অন্যদিকে পাকিস্তান লন্ডনে তার হাইকমিশনে হামলার জন্য ভারতীয়দের অভিযুক্ত করেছে।

উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রায় ২,৬০০ কিলোমিটারজুড়ে নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান। গত বছরও এ অঞ্চলে অনুরূপ সংঘর্ষে শতাধিক প্রাণহানি ঘটে। আফগানিস্তানের তালেবান সরকার এখন পর্যন্ত এ সংঘর্ষ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ৭১ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০৮:০৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

পাকিস্তানের সামরিক বাহিনী গত তিন দিনে আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে কমপক্ষে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্তে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ধারাবাহিক অভিযান চালানো হয়। এ সময় সীমান্ত রক্ষীদের সঙ্গে সংঘর্ষে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিবৃতিতে এ ঘটনাকে ‘ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করা হয়।

এদিকে গত সপ্তাহে ভারতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানকে দায়ী করেছিল। অন্যদিকে পাকিস্তান লন্ডনে তার হাইকমিশনে হামলার জন্য ভারতীয়দের অভিযুক্ত করেছে।

উল্লেখ্য, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রায় ২,৬০০ কিলোমিটারজুড়ে নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান। গত বছরও এ অঞ্চলে অনুরূপ সংঘর্ষে শতাধিক প্রাণহানি ঘটে। আফগানিস্তানের তালেবান সরকার এখন পর্যন্ত এ সংঘর্ষ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি।