০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
উমামা ফাতেমার দাবি: এনসিপির সঙ্গে কোনো সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক : ঢাকা
- আপডেট সময় ০১:৩৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছেন।
সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানান।
পোস্টে উমামা লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই—আমি এনসিপির সঙ্গে কোনোভাবে যুক্ত নই।’ তিনি উল্লেখ করেন, তার পরিচিত অনেকে এই দলের সঙ্গে জড়িত থাকলেও ব্যক্তিগতভাবে তার কোনো সংশ্লিষ্টতা নেই।
এছাড়া, এনসিপি সম্পর্কিত কোনো পরামর্শ, আলোচনার আমন্ত্রণ বা প্রস্তাব তার কাছে না পাঠানোর জন্য অনুরোধ জানিয়ে উমামা বলেন, ‘এতে আমাদের দুজনেরই সময় বাঁচবে।’
ট্যাগস :